বিতরণ ব্যবস্থা খাদ্যশস্যের বাজার দর স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য স্বল্প আয় এবং গরীব লোকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য নিম্নলিখিত বিতরণ ব্যবস্থা প্রয়োজনের সময় সময় চালু করা হয়। ১. খোলা বাজারে চাউল, আটা বিক্রয় (ওএমএস) ২. ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫/- (পনের) টাকা দরে চাল বিতরণ করা হয়। ৩. কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), টেষ্ট রিলিফ (টিয়ার), ভিজিডি, ভিজিএফ, জিআর এর মাধ্যমে খাদ্যশস্য বিতরণ করা হয়। ৪. কৃষকের নিকট থেকে নায্যমূল্যে ধান, গম সংগ্রহ করা। ৫. আপদকালীন মজুদ গড়ে তোলা। ৬. খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের দিক নির্দেশনা নোটিশ বোর্ডে লিপিবদ্ধ রাখা। ৭. বিভিন্ন দপ্তরের চাহিদা অনুসারে চাহিদা প্রাপ্তির সাথে সাথে তা পরিক্ষামেত্ম বিলি আদেশ জারি করা। ৮. ধান, চাল, গম, আটা ইত্যাদি খাদ্য সামগ্রীর বাজার দর সংগ্রহ করা। ৯. চাহিদাপত্র প্রাপ্তির পর ২৪ খন্টার মধ্যে বিলি আদেশ (ডিও) এর বিপরীতে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করণ। ১০. সরকারি বিনির্দেশ মোতাবেক খাদ্যশস্য সংগ্রহ করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস